ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় তৃণমূল পর্যায়ে স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটি করতে না পারার ব্যর্থতায় উপজেলার ৪টি ইউনিয়নের আহবায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার(৯মে) বিকালে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো.আমিন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিদির্ষ্ট সময়ে মধ্যে তৃৃণমূলের ৯টি ওয়ার্ডের কমিটিগুলো করতে না পারার ব্যর্থায় সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অন্তর্গত চুন্টা,পাকশিমুল, পানিশ্বর ও শাহজাদাপুর ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাকশিমুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক (বিলুপ্ত কমিটির) হাফিজ উদ্দিন বলেন,আমার কোন ব্যর্থতা নাই।
আমি আমার যুগ্ম আহবায়কদের বারবার আহবান করেছি। আমার পকেটের টাকা খরচ করেছি। কেউ আমাকে সারা দেয়নি। আমি মনে করি এটা আমার ব্যর্থতা নয়। আমি দলের সব সম্মেলনে অংশ গ্রহণ করেছি।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসবক লীগের আহবায়ক মো.আমিন খান বলেন,ওই চার ইউনিয়নের আহবায়কদের তিন মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হয়েছিল।
তাঁরা তিন বছরেও কমিটি গঠন করতে পারেনি। এটা তাদের ব্যর্থতা। তাই ওই চার ইউনিয়নের আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।