আল হেলাল চৌধুরী, দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ”হীড বাংলাদেশ” এর উদ্যোগে উপজেলায় ২০২১-২২ শিক্ষাবর্ষের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত
মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে ৩টায় উপজেলা পরিষদ হলরুমে শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠান নির্বাহী অফিসার মোঃ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশ্ররাফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ হাছিনা ভূঁইয়া, হীড
বাংলাদেশ বিরামপুর অফিসের ডেপুটি এরিয়া ম্যানেজার সন্জয় রায়। এসময় ফুলবাড়ী শাখা অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ”হীড বাংলাদেশ” এর
সহায়তা তহবিল থেকে ১৩৫’জন মেধাবী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেষ্ট ও সাড়ে ৪ লক্ষ টাকা বৃত্তির অনুদান প্রদান করা হয়।