রবিউল ইসলাম রবি,বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় নাগরিক ঐক্য’র সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার মোকামতলার অনন্তপুরে ইউনিয়ন নাগরিক ঐক্য’র
আহ্বায়ক আবুল কাসেমের সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় কমিটির সদস্য আনিছার রহমান খসরু। এতে প্রধান বক্তার বক্তব্যে
রাখেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র কেন্দ্রীয় সদস্য এস.এম.এ কবীর হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র আহ্বায়ক মো.শহিদুল ইসলাম,
যুগ্ম আহ্বায়ক আব্দুল বাছেদ বাদশা, নাগরিক ঐক্য নেতা এনামুল। অনুষ্ঠানে আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্য’র কার্যনির্বাহী সদস্য আব্দুল ওহাব,
সাইদুর রহমান সাগর। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরিক ঐক্য নেতা মো. আব্দুল মমিন শেখ, মেহেদুল ইসলাম, নাগরিক ঐক্য নেতা শাহিনুর ইসলাম মাস্টার, মতিউর রহমান প্রমূখ। পরে
বুল কাশেমকে সভাপতি, মোস্তাফিজার রহমান মোস্তাকে সহ-সভাপতিসাইদুর রহমানকে সাধারণ সম্পাদক ও ইমদাদুল হককে সহসাধারণ সম্পাদক করে মোকামতলা ইউনিয়ন নাগরিক ঐক্য’র আংশিক কমিটি গঠন করা হয়।