শ্রীনগ‌রের বাঘড়ায় চাদাবাজী মিথ‌্যা মামলার প্রতিবা‌দে গ্রামবাসীর মানববন্ধন

শ্রীনগর প্রতি‌নি‌ধিঃ

কেয়া মোহাম্মদ,মুন্সীগঞ্জ শ্রীনগর উপ‌জেলার বাঘড়া ইউনিয়নে মিথ‌্যা চাদাবা‌জির মামলা করার অ‌ভি‌যো‌গে মানববন্ধন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। ২৭ মে শুক্রবার বিকাল ৫টায় বাঘড়া ইউ‌পি চেয়ারম‌্যান

বা‌ড়ির পা‌শে রাস্তার পা‌শে মানববন্ধন অনু‌ষ্টিত হয়। মানববন্ধন নারী-পুরুষ, বৃদ্ধসহ প্রায় শতা‌ধিক গ্রামবাসী অংশ গ্রহন ক‌রেন। মানববন্ধনে অংশ নেওয়া ব‌্যক্তিগণ মামলার বা‌দি হোসনে আরা

বেগ‌মের করা মিথ‌্যা চাঁদাবাজীর মামলা নি‌য়ে বিস্তা‌রিত তু‌লে ধ‌রেন। তারা ব‌লেন, হোসনে আরা বেগম অত‌্যাচারী, মিথ‌্যা মামলা বাজ একজন ম‌হিলা ই‌তোপূ‌র্বেও এলাকার অসংখ‌্য নিরীহ লোক‌দের

বিরু‌দ্ধে মিথ‌্যা মামলা ক‌রে জেল-জুলুম খা‌টি‌য়ে‌ছেন। মূলত ২০ শতক জ‌মি নি‌য়ে দেওয়ানী মামলা চলমান থাক‌লেও, বিবাদী মিজানুর রহমান খা সহ ৫ জ‌নের বিরু‌দ্ধে চীফ জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌স্ট্রেট

আমলী আদালত নং-৩ চাদাবা‌জির মামলা দা‌য়ের ক‌রেন যার মামলা নং-৬৪/২০২২। বাদীর দা‌বি ১৮/২/২২ তা‌রিখ এ‌সে ২ লাখ টাকা চাঁদাদা‌বি ক‌রেন, পুনরায় তারা ২৭/২/২২ তা‌রিখ পুনরায় চাদার

টাকা দা‌বি ক‌রেন। অথ‌চো মামলার ১ বিবাদী মিজানুর রহমান খান এর বয়স ৮০ বছর, অন‌্য সকল আসামীগণ ম‌হিলা ও বৃদ্ধ ব‌্যক্তি তারা কিভা‌বে চাঁদা চাই‌তে পা‌রে তা নি‌য়ে বাদী হোস‌নে আরার উপর

ক্ষো‌ভে ফুস‌ছে এলাকাবাসী। বিবাদীগণ সমা‌জে ধা‌র্মিক ব‌্যক্তি হি‌সে‌বে প‌রি‌চিত। এ ব‌্যপা‌রে মানববন্ধন আসা বক্তারা বলেন, বিবাদী বৃদ্ধা সবসময় তাবলীগে সময় দেয়। তিনি কি ভাবে চাঁদা

চাইতে পারেন। তাকে হয়রানি করার জন্য মিথ্যা মামলা করা হয়। তারা আরও দা‌বি ক‌রেন মামলার তদন্ত কর্মকর্তা বিবাদী‌দের বক্তব‌্য গ্রহন না ক‌রেই বাদী‌নির প‌ক্ষে এক‌চে‌টিয়া অ‌ভি‌যোগ পত্র দা‌য়ের ক‌রেন।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.