রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধকলমাকান্দার লেঙ্গুরাতে চোরাইপথে বার্মার সুপারি ব্যবসা জমজমাট

কলমাকান্দার লেঙ্গুরাতে চোরাইপথে বার্মার সুপারি ব্যবসা জমজমাট

নেত্রকোনা সীমান্তে কলমাকান্দার লেঙ্গুরা বাজারে প্রশাসনের নাকের ডগায় বার্মার সুপারি ব্যবসা জমজমাট আকার ধারণ করেছে। চোরাইপথে এ ব্যবসাস্থল সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলে মনে করেন সচেতন মহল।

সরেজমিনে দেখা যায়, কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া বাজারে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ট্রাকভর্তি বার্মা থেকে আগত সুপারি আসছে।বস্তা ভর্তি সুপারি চোরাইপথে কোথায় যায় ভয়ে

সংবাদকর্মীদের কথা বলতে নারাজ স্থানীয় লোকজন।ট্রাক বা সুপারির মালিকরা নেপথ্যে থেকে স্থানীয় শ্রমিকদের দিয়ে সুপারি উঠানামা করছে।পরে গোপনে এসব মালামাল ভারতের বিভিন্ন বাজারে পাচার করে বলে স্থানীয় লোকজনের দাবি।

নাম প্রকাশে অনিচ্ছুক লেঙ্গুরা বাজারের একাধিক ব্যবসায়ী জানান, এসব সুপারি এখন প্রকাশ্যে ও গোপনে ট্রাকে করে প্রতিদিন আসে। বিভিন্ন স্থানে বিভিন্ন ঘরে মালামাল সংগ্রহ করে রাখা হয়।পরে সুবিধামত সময়ে গোপনে বিভিন্ন স্থানে পাচার করা হয়।

দুর্গাপুর সার্কেল পুলিশ সুপার এ বিষয়ে জানান, আমি বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করে দেখছি।আর এজন্য প্রয়োজনীয় জোরালো পদক্ষেপ গ্রহণ করা হবে। জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ