রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
spot_img
Homeবিচিত্র সংবাদচিলমারীতে তথ্য দিতে অনাগ্রহ, আবেদনও নেয় না কৃষি অফিস

চিলমারীতে তথ্য দিতে অনাগ্রহ, আবেদনও নেয় না কৃষি অফিস

কুড়িগ্রামের চিলমারীতে তথ্য অধিকারে আবেদন করতে গেলে আবেদনকারীকে ফিরিয়ে দিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম। এদিকে কৃষি কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাশকে বিষয়টি জানালে তিনিও দায়সারা কথা বলেন।

সোমবার সকালে এবং দুপুরে প্রতিদিনের সংবাদ ও ইনকিলাব প্রতিনিধি এস এম রাফি ও ফয়সাল হক তথ্য অধিকারে ২০২২/২৩ অর্থ বছরের কৃষি প্রণোদনার বীজ ও সারের তালিকা চেয়ে আবেদন

করতে গেলে দায়িত্বরত স্টাফ ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নুর আলম আবেদন টি না নিয়ে সাংবাদিকদের ফিরয়ে দেন। এতে সাংবাদিকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তথ্য অধিকার আইন ২০০৯ এ বলা হয়েছে, তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের নিমিত্ত বিধান করিবার লক্ষ্যে প্রণীত আইন। যেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের

সংবিধানে চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতা নাগরিকগণের অন্যতম মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত এবং তথ্য প্রাপ্তির অধিকার চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার একটি অবিচ্ছেদ্য অংশ; এবং যেহেতু

জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক।

সাংবাদিক রাফি বলেন, ১ম দফায় আবেদন নিয়ে গেলে দায়িত্বরত স্টাফ বলেন আবেদন জমা দিয়ে যেতে পারেন তবে রিসিভ করে নেয়া যাবে না বলে জানান। অপর দিকে সাংবাদিক ফয়সাল হক

জানান, তারা আবেদন রেখে যেতে বলেছেন। সেই সাথে এটাও জানিয়েছেন ওপরের কর্মকর্তার (কৃষি অফিসার) নিষেধ থাকায় আবেদন নেন নি।

ক্ষোভ প্রকাশ করে চিলমারী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মমিনুল ইসলাম বাবু বলেন, অথ্য অধিকার আইন ২০০৯ সনের ২০ নম্বর আইনে বলা আছে, যেহেতু জনগণ প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক ও জনগণের ক্ষমতায়নের জন্য তথ্য অধিকার নিশ্চিত করা অত্যাবশ্যক সুতরাং

তথ্য অধিকারে যে কেউ আবেদন করতে পারেন। কিন্তু তারা আবেদন নেবে না কেনো সেটা আমার বোধ গম্য হচ্ছে না।

উপজেলা কৃষি অফিসার ও তথ্য প্রদানকারী কর্মকর্তা কুমার প্রণয় বিষাণ দাস বলেন, আমি আসলে অফিসের বাইরে ছিলাম। তাই বলতে পারছি না কি হয়েছে। আবেদন দিলে রিসিভ কপি কেন দেওয়া

যাবে না, এমন প্রশ্নে এই কৃষি কর্মকর্তা বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, কারা আবেদন নেয়নি সেটা তো আমার জানা নেই। কেউ আবেদন করলে অবশ্যই গ্রহণ করা হবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ