কুড়িগ্রামের উলিপুরে মাদক, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন, বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উলিপুর থানা পুলিশের আয়োজনে তবকপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(উলিপুর সার্কেল)
মোহাম্মদ মহিবুল ইসলাম। সভায় তবকপুর ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান, পুলিশ পরিদর্শক(তদন্ত) রুহুল
আমিন, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজু, ইউপি সদস্য মোশাররফ হোসেন,
সংরক্ষিত সদস্য জোসনা বেগম, সদস্য সাজিনা বেগম প্রমুখ। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, বাল্য বিবাহ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করতে হবে। মাদক কারবারিদের গ্রেফতারে পুলিশকে সহযোগীতার পাশাপাশি যেকোন প্রয়োজনে ৯৯৯ এ ফোন করার আহবান জানান তিনি। পরে একটি ক্লাবের সদস্যদের হাতে একটি ফুটবল, ভলিবল ও অন্যান্য সরঞ্জাম তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম।