শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাওয়ার্ড কাউন্সিলরের অবৈধ নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের মৃত্যু।

ওয়ার্ড কাউন্সিলরের অবৈধ নির্মাণাধীন ভবনে নির্মাণ শ্রমিকের মৃত্যু।

বশির আলম গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের নির্মাণাধীন বহুতল ভবনে মঙ্গলবার কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে একজন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম শিহাব মন্ডল (১৯)। তিনি বগুড়া জেলার দুপচাচিয়া থানার অদর্শ গ্রামের জিল্লুর রহমান মন্ডলের

ছেলে। স্থানীয়রা জানান, শিহাব মন্ডল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভবনের রিজার্ভ ট্যাংকিতে জমা পানি সেচতে গিয়ে সেখানে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইনে জড়িয়ে পড়েন। আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় তায়রুন নেছা মেমোরিয়াল মেডিক্যাল কলেজ

হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় ভবন মালিক কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল ঘুমিয়ে ছিলেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা লাশ অ্যাম্বুলেন্স যোগে দ্রত গ্রামের বাড়িতে পাঠাচ্ছিলেন। ইতিমধ্যে পুলিশ খবর পেয়ে

বগুড়ার পথে থাকা লাশবাহী অ্যামস্বুলেন্সটি কালিয়াকৈর এলাকা থেকে ফেরত এনে ময়না তদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নির্মাণাধীন ভবনটির প্রতিবেশীরা জানান, ওয়ার্ড কাউন্সিলর নির্মাণ বিধিমালার কোনো

তোয়াক্কা না করে প্ল্যান বর্হিভূতভাবে আলোচিত বহুতল ভবনটি নির্মাণ করছেন। কাউন্সিলরের খামখেয়ালিপনায় নির্মাণাধীন ভবনটিতে ক্রটিপূর্ণ বিদ্যুৎ সংযোগের কারণে এ দুর্ঘটনা ঘটে।
এব্যাপারে যোগাযোগ করা হলে ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম দুলাল বলেন, সকাল সাড়ে ৯টায়

পুলিশের ফোনে আমার ঘুম ভাঙ্গে। তখন আমি ফোনে খবর নিয়ে জানতে পারি লাশবাহী অ্যাম্বুলেন্সটি বগুড়ার পথে রয়েছে। থানার ওসিকে বিষয়টি জানালে তিনি লাশ ফেরত আনতে

বলেন। এব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, আইনী প্রক্রিয়া ছাড়াই লাশটি গ্রামের বাড়িতে নেয়ার পথে ফেরত এনে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ