শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধসুনামগঞ্জের বাগলী সীমান্তে সংঘর্ষে আহত ১০,অবৈধ কয়লা ও মদ জব্দ

সুনামগঞ্জের বাগলী সীমান্তে সংঘর্ষে আহত ১০,অবৈধ কয়লা ও মদ জব্দ

মোজাম্মেল আলম ভূঁইয়া সুনামগঞ্জের বাগলী শুল্কস্টেশন এলাকায় চোরাই কয়লা পাচাঁর ও আত্মসাৎ করার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে দুইগ্রুপের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে।

তাদের মধ্যে আশংকাজনক অবস্থায় আনোয়ার খন্দাকার (৩০) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আর অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এঘটনায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে অবৈধ চোরাই কয়লা ও মদ জব্দ করেছে। তবে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে।

এলাকাবাসী সূত্রে নিয়ে জানা যায়- গতকাল শুক্রবার (৩০শে ডিসেম্ভর) রাত ৮টায় জেলার তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তের বাগলী শুল্কস্টেশন সংলগ্ন বাগলীছড়া দিয়ে ভারত

থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ ভাবে বিপুল পরিমান কয়লা পাচাঁর করে জিরো পয়েন্টে মজুত করে রাখে একটি গ্রুপ। পরে বাগলী কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির সাধারণ সম্পাদক

মনির হোসেন ও ক্যাশিয়ার আলী হোসেন গ্রুপের মধ্যে ভাগভাটোয়ারা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। এঘটনাটি বিজিবি জানতে পেরে বাগলী ছড়ায় অভিযান চালিয়ে সীমান্তের জিরো পয়েন্ট থেকে

৫০ কেজি ওজনের ২৭০বস্তা অবৈধ কয়লা জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। আর এই ঘটনার প্রেক্ষিতে রাত সাড়ে ৮টায় মনির হোসেন ও আলী হোসেনের লোকজন সংঘবদ্ধ হয়ে প্রথমে ইট-

পাথর নিক্ষেপ, পরে রামদা ও লাটিসুটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় সাধারণ সম্পাদক মনির হোসেনের পক্ষের লোকজনের রামদা‘য়ের আঘাতে আনোয়ার খন্দাকার (৩০) গুরুতর আহত

হয়। আর ইট-পাথরের আঘাতে সালাম মিয়া (৩৫), হযরত আলী (৩৮), আলী আকবর (৩৬) ও মনির হোসেনসহ মোট ১০জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে

এলাকাবাসীর সহযোগীতায় পরিস্থতি নিয়ন্ত্রণে আনে। এখবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এব্যাপারে বাগলী ইউপি মেম্বার শাজাহান খন্দাকার বলেন- রাতে অবৈধ কয়লা পাচাঁর ও আত্মসাৎ করা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের খবর পেয়ে বিজিবির সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

বাগলী কয়লা ও চুনাপাথর আমদানী কারক সমিতির সভাপতি খালেক মোশারফ বলেন- আমি বর্তমানে ঢাকায় আছি। তবে সংঘর্ষের বিষয়ে মোবাইলে এলাকা থেকে আমাকে জানিয়েছে।

বীরেন্দ্রনগর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার খলিল বলেন- সংঘর্ষ নিয়ন্ত্রণ করাসহ সীমান্তের জিরো পয়েন্ট থেকে ২৭০বস্তা অবৈধ কয়লা ও ২০বোতল মদ উদ্ধার করেছি। তাহিরপুর থানার ওসি

সৈয়দ ইফতেখার বলেন- বাগলী কয়লা আমদানী কারক সমিতি আভ্যন্তরীন দ্বন্দে সংঘর্ষ হয়েছে, এমন খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এব্যাপারে লিখত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ