কুড়িগ্রামে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ ৫ জনকে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামে এল সি পোর্টের পাশে একটি ফাকা জায়গা থেকে জুয়া খেলা অবস্থায় কাঁঠালবাড়ী
কোনাচিপাড়া গ্রামের মোঃ মাহাবুর রহমান(৫৮), মোঃ ছক্কু মিয়া(৪৬), মোঃ রহমান আলী(৫০), মিজানুর রহমান (৩০) ওও মোঃ সালাম মিয়া(৪৫)কে গ্রেফতার ও জুয়া খেলার সরঞ্জাম সহ নগদ
অর্থ উদ্ধার করে রৌমারী থানা পুলিশ। কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, কুড়িগ্রাম জেলায় অপরাধ দমনে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।