বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাআখেরি মোনাজাত রোববার যে সকল সড়ক বন্ধ থাকবে।

আখেরি মোনাজাত রোববার যে সকল সড়ক বন্ধ থাকবে।

বশির আলম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো এবারও মুসল্লিদের জামাতে আসা-যাওয়া সহজ করতে কিছু ট্রাফিক নির্দেশনা জারি করেছে গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে ভোগড়া বাইপাস, কামারপাড়া রোড, আব্দুল্লাহপুর থেকে

আশুলিয়া সড়কের বাইপাইল পর্যন্ত যানবাহন চলাচল রবিবার সকাল ৬টা থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে। শনিবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ১১টায় ইজতেমা মাঠের পুলিশ কন্ট্রোল কেন্দ্রে সাংবাদিকদের এ তথ্য জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)

কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম। এ সময় জিএমপি কমিশনার যানজট এড়াতে যাত্রীদের বাইপাস সড়ক ব্যবহার করার অনুরোধ জানান। তিনি বলেন, “প্রথম পর্বের মোনাজাতের দিন যেটা করা হয়েছিল অর্থাৎ দ্বিতীয় পর্বেও একই ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত এবং

কামারপাড়া ব্রিজ থেকে মুন্নু গেট পর্যন্ত সড়ক বন্ধ থাকবে। সেই ক্ষেত্রে ডাইভারসন দিয়ে দেওয়া হবে। ভোগড়া থেকে তিন’শ ফিটের সড়ক বাইপাস থাকবে। ঢাকা এবং ময়মনসিংহগামী যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করবে। ইজতেমায় আগত মুসুল্লি এবং মোনাজাতে অংশ নেওয়া লোকদের

সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সব সময় সতর্ক রয়েছে।” মোনাজাতের দিন ট্রেন চলাচলের বিষয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “সরকার বাহাদুর বাস ও ট্রেনের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে। লোকজন যেন এসব ট্রেন দিয়ে স্বাভাবিকভাবে আসা-যাওয়া করতে পারেন,

সে ব্যাপারে গাজীপুর মেট্রোপলিটন পুলিশসহ অন্যান্য সংস্থার কর্মকর্তা ও কর্মচারীরা নিয়োজিত রয়েছেন। এসব কাজে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে। এই কাজ আমরা সমন্বিতভাবে একসঙ্গে করছি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ