বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
spot_img
Homeজাতীয়গাজীপুরে টঙ্গীতে পুনাকের কম্বল বিতরণ।

গাজীপুরে টঙ্গীতে পুনাকের কম্বল বিতরণ।

বশির আলম, শীতার্ত অসহায় মানুষের কথা ভেবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)। বৃহস্পতিবার (২৬জানুয়ারি) বিকেলে গাজীপুরে টঙ্গীর অলিমপিয়া স্কুল মাঠে শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন পুনাক সভানেত্রী ডা.

তৈয়বা মুসাররাত জাহা চৌধুরী। পুনাক সভানেত্রী বলেন, ব্যক্তিগত উদ্যোগে হয়তো বড় কিছু করা সম্ভব নয়। কিন্তু সাংগঠনিকভাবে কিছু করার চেষ্টা করছে পুনাক। পুনাক অসহায় ও বিশেষ চাহিদা সম্পন্নদের পাশে থাকবে। তিনি বলেন, শীতার্ত মানুষের প্রতি সহানুভূতি ও মমতা নিয়েই আমরা

কাজ করে যাচ্ছি। আমরা চাই এদেশের প্রতিটি মানুষ যেন স্বাবলম্বী হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে। আমরা বৃদ্ধ ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে সব সময় দাঁড়াতে চাই। এ সময় পুনাকের সভানেত্রী মুনমুন আহসান, সাধারণ সম্পাদিকা নাসিম আমিন, সমাজ কল্যাণ সম্পাদিকা তৌহিদা

নুপুর, গাজীপুর জেলা পুনাক সভানেত্রী মোল্লা শারমিন আক্তার, গাজীপুর মেট্রো পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম সহ পুনাকের অন্য নেতারা উপস্থিত ছিলেন।টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের সার্বিক তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয় । এলাকার অসহায় মানুষদের খুঁজে খুঁজে

তৈরি করা হয়েছে তালিকা। তাতে বাদ পড়েনি অটিস্টিক শিশুরাও। ২৫০ জন অটিস্টিক শিশুসহ মোট ৮০০ জন দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে কম্বল। পুনাকের সমাজ কল্যাণ শাখা এ

কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ভূমিকা রেখেছে। উল্লেখ্য, অতিমারি করোনাকালেও পুনাক দাঁড়িয়েছে দুস্থ-অসহায় মানুষের পাশে। মাসের পর মাস রান্না করা খাবার ও ওষুধ বিতরণ করেছে। করোনাযোদ্ধাদের উৎসাহিত করেছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ