বশির আলম গাজীপুরের টঙ্গী বাজার হাজী সুপার মার্কেট হাজী জুয়েলার্সের দোকান কর্মচারী দোকানে কাজ করার সুবাদে স্বর্ণ কেনাবেচা কারখানায় উৎপাদিত পণ্য সরবরাহ সহ যাবতীয় লেনদেনের কাজ করে থাকতেন, দোকান মালিকের বিশ্বস্ত হয়ে ভালোভাবেই কাজ করে
যাচ্ছিলেন। কে জানত বিশ্বস্ততার সুযোগ নিয়ে, দোকান মালিকের এত বড় সর্বনাশ করবে হঠাৎ করে কারখানা থেকে তৈরি স্বর্ণ আনার সময় ৭২ ভরি গহনা নিয়ে উধাও হয়ে যায় বিশ্বস্ত কর্মচারী জাহিদ ফকির, কিছুটা কান্না জড়িত কন্ঠে দোকান মালিক ইউসুফ জানান আমি সর্ব শান্ত হয়ে
গিয়েছি, আমি অনেক টাকা ঋণী আমার এই স্বর্ণ উদ্ধার না হলে আমি যে দেউলীয়া হয়ে যাব। দোকান কর্মচার জাহিদ ফকিরের কোন সন্ধান না পেয়ে, ইউসুফ বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে টঙ্গী পূর্ব থানার এস,আই সাব্বির
গঠনাস্থল পরিদর্শন করে, তথ্যপ্রযুক্তির সাহায্য আসামির গ্রামের বাড়ি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পরানকুল গ্রামের কাওসার ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে ঘটনার সাথে সংশ্লিষ্ট সূত্র ধরে জাহিদ ফকিরের ছোট ভাইকে গ্রেফতার করে।তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়ে
তার বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে এস, আই সাব্বির জানান অতি দ্রুত সময় আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।