২’শ পরিবারের মাঝে কোরআন শরীফ ও খাদ্য সামগ্রী বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি:

১১

কুড়িগ্রামের উলিপুরে অসহায়, দুঃস্থ ও প্রতিবন্ধী ২’শ পরিবারের মাঝে কোরআন শরীফ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে এম এ মতিন কারিগরি ও কৃষি

কলেজের মাঠে রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন গ্লোবাল’র আয়োজনে, আরডিএফ গ্লোবাল ফুড প্যাক এন্ড দ্যা’ওয়াহা প্রজেক্টের সহযোগিতায় প্রতি প্যাকেজে ১টি কোরআন শরীফ, ১৫কেজি

চাউল, ২ লিটার সয়াবিন তেল, ২কেজি ডাল, ১কেজি আটা, ১কেজি বিস্কুট, ১’শ গ্রাম গুড়া মরিচ, ১’শ গ্রাম গুড়া হলুদ, ১’শ গ্রাম গুড়া ধনিয়া বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন,

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এম এ মতিন, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কান্ট্রি কো-অর্ডিনেটর জুহের আহমেদ চৌধুরী, রুরাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের

সদস্য তালহা আহমেদ চৌধুরী, ফুজেল আহমেদ চৌধুরী, জিলু মিয়া, জামাল আহমেদ, মিনহাজ উদ্দিন, সাংবাদিক মোন্নাফ আলী, এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ

খোরশেদ আলম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এম ডি ফয়জার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালমান হাসান ডেভিট মারজান প্রমুখ।

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.