শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeজাতীয়উলিপুরে ২৭তম বই মেলার উদ্বোধন

উলিপুরে ২৭তম বই মেলার উদ্বোধন

তোমাদের রক্তসিক্ত মাটিতে প্রতিনিয়তই জন্মে নতুনের অংকুর” এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে ২৭তম বইমেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৫ মার্চ) ফ্রেন্ডস ফেয়ারের আয়োজনে সকাল ১১টায় বিজয় মঞ্চ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ৭

দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়। ফ্রেন্ডস ফেয়ারের স্থায়ী কমিটির সদস্য জুলফিকার আলীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন- বিশিষ্ট নাট্যকার, লেখক, সাহিত্যিক ও ফ্রেন্ডস ফেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য জাহিদুল ইসলাম জাহিদ। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক বাংলা

একাডেমির সভাপতি সেলিনা হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, কুড়িগ্রাম জেলার বি.এম.এ

সাধারণ সম্পাদক ডাঃ লোকমান হাকিম, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান বাবু, প্রাক্তন জেনারেল ম্যানেজার বাংলাদেশ বিমান ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খাঁন, ঢাকায় অবস্থিত কুড়িগ্রাম সমিতি সাবেক মহাসচিব সাইদুল আবেদিন ডলার প্রমুখ।

উদ্বোধন অনুষ্ঠানে অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বই মেলার উত্তরোত্তর কামনা করেন এবং সবাইকে বই পড়ার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন,

উলিপুর বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, ইতিহাস বিষয়ক গবেষক ও লেখক আবু হেনা মুস্তোফা, বিশিষ্ট ব্যবসায়ী তপন সেনগুপ্ত প্রমুখ।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ