সৈয়দ সময় নেত্রকোনা: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় ভূমিখেকু রফিকুল মাস্টার গংদের দুর্বৃত্তায়নে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে রামনগর গ্রামের মৃত, রুস্তম আলী ফকিরের ছেলে অসহায় তাইতুলের পরিবার
এলাকাবাসী সূত্রে জানা গেছে , একই গ্রামের কুনিয়াটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো , রফিকুল ইসলাম ,তার স্ত্রী রেনু আক্তার, একই গ্রামের মৃত, খোরশেদ আলী ফকিরের ছেলে আব্দুল ওয়াহাব
ওয়াদুদ ,ভুগিয়ার তুলা মিয়া মিস্ত্রী গংদের একটি সংঘবদ্ধ দুর্বৃত্তচক্রের অসামাজিক কার্যকলাপে তাইতুলের পরিবার চরম ভোগান্তিতে পড়েছে। যে কোন সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে কথা বললে ,রামনগর গ্রামের মৃত ,ফসর আলীর ছেলে আল আমিন , মৃত, জায়েদ মিয়ার ছেলে শাহ আলম , আব্দুল রেজ্জাকের ছেলে হাফিজুর রহমান জানান , রফিকুল মাস্টার অন্যের জায়গা জমি জোড়
পূর্বক দখল করে । তাইতুলের জায়গা দখল করে খুঁটি পুঁতেছে বসত ঘর করার জন্য। এতে বাঁধা দিলে তাকে ও তার পরিবারের সদস্যদের মারধর করে। পাশের বাড়ির সাংবাদিক হারেস ফকির বলেন , রফিকুল মাস্টার
একজন ভূমিখেকু । তাইতুলের জায়গায় জোড় করে অবৈধভাবে দখল করে বসতঘর করে। তাদের মারধর করে । পাশের বাড়ির মৃত, বাবুল মিয়ার বিধবা স্ত্রী লাকী আক্তার কে কুউদ্দেশ্যে ঘরে ঢুকে পেট কেটে দেয়।
তার বাড়ি ভাংচুর করে অর্ধেক অংশ দখল করে নেয়। সে এখন মরনাপণ্ন অবস্থায় আছে। লাকী আক্তার রফিকুল মাস্টারের নামে আদালতে মামলা করেন। গরিব অসহায় বৃদ্ধ মো,রহমত আলীর বসত ঘর বীর নিবাস
গত ২৭ আগষ্ট আগুনে পুড়িয়ে দেয়। লুটপাট করে। ভূক্তভোগী তাইতুল ইসলাম বলেন , দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধের চলছে রফিকুল মাস্টারের সাথে। সে জোড় করে ৫ শতাংশ জায়গা দখল করে ঘর তুলে। তাকে
বাঁধা দিলে আমাকেসহ পরিবারের সকল কে মারধর করে। মিথ্যা হামলা মামলার ভয় দেখিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি আমার জায়গা ফেরত ও আঘাতের বিচার চাই।