সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা সীমান্তে বন্ধ হচ্ছে না চোরাচালান। সরকারের লাখলাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে সীমান্ত কিংখ্যাত সোর্স পরিচয়ধারী একাধিক
মামলার আসামীরা চোরাকারবারীদের নিয়ে প্রতিদিন ভারত থেকে পাচাঁর করছে কোটিকোটি টাকার পন্য-সামগ্রী। কিন্তু সীমান্ত চোরাচালানের মূলহুতা সোর্সরা পরিচয়ধারীরা অবৈধ বাণিজ্য
করে কোটিপতি হলেও তাদেরকে গ্রেফতারের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়না। তবে
বিজিবি অভিযান চালিয়ে আবারো ৪৫ লাখ টাকার বিভিন্ন মালামাল জব্দ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (১৯ই ডিসেম্ভর) ভোর থেকে জেলার তাহিরপুর উপজেলার লাউড়গড় সীমান্তের ১২০৩এর ৩এস পিলার ও সাহিদাবাদ
বিজিবি পোষ্টের সামনে দিয়ে ভারতের ৩-৪শ গজ ভিতর থেকে ২ থেকে ৩শ লোক দিয়ে অবৈধ ভাবে লাখলাখ টাকার কয়লা ও পাথর পাচাঁর শুরু হয়। এরপর বিকাল সাড়ে ৪টা পর্যন্ত
পাচাঁরকৃত পাথর ঠেলাগাড়ি দিয়ে ও পাচাঁরকৃত কয়লা মোটর সাইকেল দিয়ে পরিবহণ করে বিজিবি ক্যাম্পের সামনের রাস্তা দিয়ে লাউড়গড় বাজারে চারপাশে মজুত করে স্থানীয় চোরাকারবারীরা।