বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ০৯ ওয়ার্ডের ঘুঘারপাড়ায় ৩০টি হতদরিদ্র ও অসহায় পরিবাররে মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
১৫ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ও মেম্বার পদপ্রার্থী ফারুক হুসাইনের সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৭ বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মাওঃ অধ্যক্ষ শাহাদাতুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা আলহাজ্ব মাওলানা মোয়াজ্জেম হোসাইন, শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর শাহাদত জামান।
এসময় উপস্থিত ছিলেন মাওলানা আশরাফ আলী মুন্সী, আব্দুল আলীম, মোফাজ্জল হোসেন, শিক্ষানবিশ আইনজীবী মিজানুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যায়নরত শিক্ষার্থী সোহেল রানা রনি, ফিরোজ আহম্মেদ,আব্দুস সামাদ, আব্দুল মতিন, সোহাগ, হাসান, রনি, মাহমুদুল হাসান প্রমুখ।