মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধনোয়াখালীতে বেশি ভাড়া আদায় কাউন্টার ম্যানেজারসহ দুই জনের জেল-জরিমানা

নোয়াখালীতে বেশি ভাড়া আদায় কাউন্টার ম্যানেজারসহ দুই জনের জেল-জরিমানা

মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালীর চাটখিলে ঢাকাগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা অভিযোগে দুই বাস কাউন্টারের ম্যাজানারে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদলতের নির্বাহী ম্যাজি্েট্রট ও চাটখিল উপজেলা

সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় । শনিবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে ওই জেল-জরিমানা করা হয়। হিমালয় বাস কাউন্টারের ম্যানেজারকে ৭ দিনের কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত একই অভিযোগে আল-বারাকা

পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত কামরুল ইসলাম (৪৫) উপজেলার পুরুষোত্তমপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, চাটখিল থেকে ঢাকার নির্ধারিত ভাড়া ৫০০ টাকা। কিন্তু বাস কাউন্টার গুলোর বিরুদ্ধে গত কয়েক ধরেই ১০০-২০০ টাকা করে বেশি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। এমনকি ঈদুল আযহার সময় ৩০০ টাকা পর্যন্ত

অতিরিক্ত ভাড়া আদায় করতেন বলে অভিযোগ ছিল এলাকাবাসীর। এসব অভিযোগের ভিত্তিতে শনিবার দুপুরে চাটখিল উপজেলা কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় অভিযান চালান। এ সময় অতিরিক্ত

ভাড়া আদায়ের প্রমাণ পেলে তিনি হিমালয় বাস কাউন্টার ম্যানেজার কামরুল ইসলামকে ৭দিনের কারাদ- দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় বলেন, অভিযানের সময় যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেয়া হয়েছিল তাদের ওই

টাকা ফেরত দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারায় কাউন্টার ম্যানেজারকে কারাদন্ড দেওয়া হয় এবং আল-বারাকা পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ