বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img
Homeজাতীয়ঢাকায় এলো মেট্রো রেলের প্রথম বগি

ঢাকায় এলো মেট্রো রেলের প্রথম বগি

ঢাকায় এসে পৌঁছেছে মেট্রো রেলের প্রথম বগি (মেট্রো ট্রেনসেট)। আজ বুধবার বিকাল ৫টায় এগুলো ঢাকায় পৌঁছায় বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রো রেল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক।

তিনি বলেন, আজ মেট্রো রেলের বগি ঢাকায় চলে এসেছে। এদিন বিকাল ৫টায় বগি এসে পৌঁছেছে বলেও জানান তিনি।

এর আগে আজ বুধবার দুপুর ১২টার দিকে সরকারের সংশ্লিষ্ট ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম মেট্রো রেলের নির্মাণ কাজ দিন-রাত অব্যাহত আছে দেশে কঠোর লকডাউন পরিস্থিতিতেও। স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ কাজ চলমান আছে।

এতে আশা প্রকাশ করে আরো বলা হয়, প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দুটি বার্জ আজ (২১ এপ্রিল) অপরাহ্নে ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরাস্থ ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছাবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ