কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে ৩৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১৬ মে) সন্ধ্যায় বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ বন্দবেড় গ্রামের ফুলবাবু মিয়ার ছেলে শামসুল হুদা (৪৮) ও একই গ্রামের জবেদ আলীর ছেলে নিজামুদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বন্দবেড় ইউনিয়নের দক্ষিণ খনজনমারা গ্রামে অভিযান চালিয়ে ৩৭৫ পিস ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শামসুল হুদার বিরুদ্ধে পূর্বের দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। শুক্রবার(১৭ মে) দুপুরে রৌমারী থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুশাহেদ খান জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।