মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeজাতীয়বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা

বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে টঙ্গী তামিরুল মিল্লাত মাদ্রাসা

বশির আলম, বাংলাদেশের সম্প্রতি সময় দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা টঙ্গীর পক্ষ থেকে গত ৩ সেপ্টেম্বর ফেনী জেলার পশুরাম থানায় ইসলামী ছাত্রশিবিরের সার্বিক সহযোগিতায় একটি অডিটোরিয়ামে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে প্রায় ৬ লক্ষ টাকা নগদ প্রদান করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মিজানুর রহমান, এসময় উপস্থিত ক্ষতিগ্রস্তদের উদ্দেশ্য করে মাওলানা মিজানুর রহমান বলেন, আমরা আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে এসেছি। এটা কোন ত্রাণ নয়। আপনারা আমাদের ভাই বোন আমাদের পরিবার।

আজকে আমরা আপনাদের পাশে দাঁড়িয়েছি আমাদের বিপদে আপনারা দাঁড়াবেন। ছাত্র জনতার রক্তের মাধ্যমে আমরা একটি নতুন স্বাধীন দেশ পেয়েছি আমরা সুন্দরভাবে স্বাধীন দেশে বসবাস করবো। আপনারা সর্ব অবস্থায় আল্লাহর উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধারন করুন। ধৈর্য হারাবেন না। আমাদের জন্য দোয়া করবেন।

আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। যারা আপনাদের জন্য এই সামান্য উপহারের আয়োজন করেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন তামিরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের জিএস মুহাম্মদ ইকবাল কবির ও মাদরাসা সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও স্থানীয় ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টঙ্গী থেকে বশির আলম

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ