মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধহাতিয়ার মেঘনায় নৌ পুলিশের অভিযান ৩৯ লাখ টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে...

হাতিয়ার মেঘনায় নৌ পুলিশের অভিযান ৩৯ লাখ টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১লাখ ৩০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে।

সকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের মাউজচা মার্কেট ও বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদী থেকে ওই জাল জব্দ করা হয়। পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নৌ-পুলিশ জানায়, মেঘনা নদীতে কারেন্ট জাল ব্যবহার করে মাছ শিকারের খবর পেয়ে অভিযান চালায় হাতিয়ার নলচিরা নৌ-পুলিশের সদস্যরা।

এসময় নৌ-পুলিশের সদস্যদের অভিযান টের পেয়ে জেলেরা মাছ ধরার কাজে ব্যবহৃত নৌকা ও জাল পেলে পালিয়ে যায়। এসময় নৌ-পুলিশের সদস্যরা ১ লাখ ৩০ হাজার মিটার জাল ও নৌকা জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে ।

জব্দকৃত জালের বাজার মূল্য অনুমানিক ৩৯লাখ ২০ হাজার টাকা । পরে স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

হাতিয়া নলচিরা নৌ-পুলশ ক্যাম্পের ইনচার্জ আকরাম উল্যাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ