মোঃ রিপন মিয়া নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকােনার কলমাকান্দায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র্যালি ও আলােচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল (জাসাস) এর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
এদিবসটি উপলক্ষে শুক্রবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ করে আলোচনা অনুষ্ঠান শুরু করে দলটি।
জাসাসের সাধারণ সম্পাদক খন্দকার কবির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি আমিনুল আলম। এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক এম এ খায়ের, যুগ্ম
আহবায়ক আনোয়ারুল ইসলাম টুটন, যুগ্ম আহবায়ক হারেজ রহমান নাজিম , যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, কৃষক দলের সভাপতি মো.শামছুক হক মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব সোলায়মান
হক,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইশতিয়াক হাসান সৌরভ প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, শ্রমিকদল, সেচ্ছাসেবক দল সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।