ভিডিও গেইম নির্মাতাদের কাছ থেকে আরও কম অর্থ নেবে মাইক্রোসফট। সম্প্রতি এ ব্যাপারে জানিয়েছে প্রতিষ্ঠানটি। সুবিধাটি শুধু মাইক্রোসফটের অনলাইন স্টোরে ভিডিও গেইম প্রকাশকরাই পাবেন।
অগাস্ট থেকেই নিজেদের এ সংক্রান্ত ফি কমিয়ে দেবে বলে জানিয়েছে মাইক্রোসফট। নিউ ইয়র্ক টাইমসের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, ফি কমিয়ে দেওয়ার পর থেকে ডেভেলপাররা গেইম থেকে আসা আয়ের ৮৮ শতাংশ রাখতে পারবেন। আগে ৭০ শতাংশ আয় করতে পারতেন তারা।
এতে করে মাইক্রোসফটের স্টোর স্বাধীন গেইম নির্মাতা ডেভেলপার এবং ছোট গেইমিং স্টুডিওর কাছে আকর্ষণীয় হয়ে উঠবে বলে প্রতিবেদনে মন্তব্য করেছে নিউ ইয়র্ক টাইমস। এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি।
ঠিক এমন একটি সময়ে মাইক্রোসফটের এ পদক্ষেপ এলো যখন অ্যাপল ও ফোর্টনাইট নির্মাতা এপিক গেইমসের অ্যাপ স্টোর ফি প্রশ্নে আদালতে লড়াই চলছে। অ্যাপল মোবাইল অ্যাপের বাজারে নিজেদের আধিপত্য বিস্তারী অবস্থানের সুযোগ নিচ্ছে – গত বছর এমন অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা ঠুকেছিল এপিক গেইমস।