বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪
spot_img
HomeUncategorizedপদ্মা নদীতে পড়ে যাওয়া সেই মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে

পদ্মা নদীতে পড়ে যাওয়া সেই মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে

কালবৈশাখী ঝড়ে রাজবাড়ীর দৌলতদিয়ায় ফেরি ঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যাওয়া সেই মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উদ্ধার করা হয়। তবে মাইক্রোবাসের ভেতরে কাউকে পাওয়া যায়নি।

হঠাৎ ঝড়ে বেলা ১১টার দিকে নদীতে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাটের তার ছিঁড়ে পন্টুন নদীতে চলে যায় মাইক্রোবাসটি। খবর পেয়ে মাইক্রোবাসের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। দেড়টার দিকে মাইক্রোবাসটি নদী থেকে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইক্রোবাসের ভেতরে কাউকে পাওয়া যায়নি। তবে চালকের পাশের দরজার কাচ খোলা পাওয়া গেছে।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবদুল মোন্নাফ আলী বলেন, মাইক্রোবাসটিতে চালকের সঙ্গে আর কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। দুপুর ১২টার পর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধারকাজ শুরু করেন। দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ