বিদেশ ফেরত মোঃ আফসার মিয়া অভিযোগ করেন যে. আমি কাতার থাকা কালিন নাজমুুল নামে একজনের সাাথে পরিচয় সে আমার এলাকাতেই বাড়ি।
আমি ও আমার সাথে থাকা আরো ১৫ জন আমরা সবাই নাজমুলের মাধ্যম টাকা পাঠাতাম কিন্তু সে ঐ টাকা আমাদের বাড়িতে না দিয়ে সে দেশে চলে আসে তার পরে আমি ও আমার সহ যোদ্দারা বাড়ি আসি।
নাজমুলের বাড়িতে গিয়ে তার এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশে বসি। সালিশে নাজমুল ও তার বড় ভাই ছমিরের স্বীকারোক্তি মুলক একটি দলিলে স্বাক্ষর করেন তাতে উল্লিখিত টাকার কথা বলা হয় কবে পরিষদ করবে বলে বাদি পক্ষকে একটি তারিখ দেন।
উল্লিখিত টাকার পরিমান মোঃ আফসার মিয়ার ১,৭০,০০০ বাকি আরো ১৪ জন। লোক মারফত জান্তে পারলাম সে আবার কাতার চলে জেতে পারে।
তাই আমি নাজমুলের সেল ফোনে ১৮ মে কল করি আমার পাওনা টাকা চাইলে সে আমকে হুমকি দুমকি দিয়ে বলে পারলে আমার কাছ থেকে টাকা নিস।
এ কথা বলে ফোন রেখেদেন তাই বাধ্য হয়ে আমরা এখন আইনের সহ যোগিতায় জাব। আইন বিভাগের কাছে আমাদের একটাই দাবি থাকবে নাজমুল জেনো দেশের বাইরে চলেজেতে নাপারে তার পাসপোর্ট বাজেআপ্ত করা হয় নাজমুলের পাসপোর্ট নংEF0962605