মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধতাহিরপুরে ২১ পর্যটকের অর্থদন্ড

তাহিরপুরে ২১ পর্যটকের অর্থদন্ড

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে পৃথক অভিযান চালিয়ে ২১জন পর্যটককে অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- করোনা ভাইরাসের বিস্তার রোধে সারাদেশের ন্যায় জেলার তাহিরপুর

উপজেলার পর্যটনস্পট টাঙ্গুয়ার হাওর, টেকেরঘাট নীলাদ্রী লেক, বারেকটিলা ও শিমুল বাগানে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু পর্যটকরা আইন অমান্য করে ইঞ্জিনের নৌকা নিয়ে ডাক ঢোল পিটিয়ে দল বেঁধে পর্যটন স্পটগুলোতে অবাদে বিচরণ করছে।

একারণে আজ শুক্রবার (২৩ জুলাই) সকাল ১১টা থেকে উপজেলার পর্যটন স্পট টাঙ্গুয়ার হাওর, আনোয়ারপুর রক্তি নদীর সেতু ও তাহিরপুরে পৃথক ভাবে ভ্রাম্যমান আদালত বসানো হয়।

এরপর দিনব্যাপী অভিযান চালিয়ে ১৭জন পর্যটককে মোট ২৩হাজার ৩শত টাকা অর্থদন্ড করা হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার (২২ জুলাই) বিকেলে ৪ গ্রুপ পর্যটককে মোট ৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত।

এব্যাপারে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন সাংবাদিকদের বলেন- করোনা মোকাবিলায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সরকারী নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তিকে কোন ছাড় দেওয়া হবেনা।

তাই সকলেই যার যার অবস্থান থেকে সচেতন হয়ে করোনা প্রতিরোধের জন্য সরকারী নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনকে সহায়তা করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

 

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ