মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক মো: খোরশেদ আলম খান সেনবাগে তিনটি উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন।
শনিবার দুপুরে তিনি সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের নিরাপত্তায় নিয়োজিত আনচারদের জন্য নির্মিত চৌকি ঘর, ভূমি অফিসের পুকুরঘাট ও গোল ঘরের উদ্বোধন এবং ভূমি অফিস ও সেনবাগের ৩নং ডমুরুয়া ইউনিয়নের পাইখাস্তা
গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের অধিনে নির্মিত ঘর গুলো স্বরজমিনে পরিদর্শ ও আশ্রায়নের ঘরে বসবাসকারীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোজ খবর নেন।
শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মোঃ খোরশেদ আলম খান সেনবাগে আসলে উপজেলা পরিষদ চত্বরে প্রথমে তিনি ৩৩৩ ফোন ফোন খাদ্য সহায়তা কামনাকারী এক নারীকে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার খাদ্য সামগ্রী বিতরন
করেন। এরপর তিনি ওই ৩টি উদ্বোধন উন্নয়ন কাজের উদ্বোধন, ২টি পরিদর্শন করেন। এ সময় প্রধান অতিথির সঙ্গে ছিলেন-সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
(পিআইও) অখিল শিকারী । এ সময় প্রধান অতিথি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে সেখানে একটি ফলজ বৃক্ষের চারা রোপন করেন।