শনিবার, অক্টোবর ৫, ২০২৪
spot_img
Homeরাজনীতিবায়তুল মোকাররম উড়িয়ে দেওয়ার হুমকি

বায়তুল মোকাররম উড়িয়ে দেওয়ার হুমকি

শুক্রবার জুমা নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে’ নিজের ব্যবহৃত ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দিয়ে আবারও আলোচনায় নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

তবে মির্জার দাবি, তার ফেসবুক আইডিটি হ্যাক করে কুচক্রীমহল এমন স্ট্যাটাস দিয়েছে। স্ট্যাটাসের বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মির্জা জানিয়েছেন, তার ফেসবুক আইডিটি হ্যাক করা হয়েছে এবং তা বর্তমানে তিনি খুঁজেও পাচ্ছেন না।

এদিকে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আবদুল কাদের মির্জার ব্যবহৃত ফেসবুক আইডিতে এমন স্ট্যাটাস দেখার পরই জেলায় আলোচনার ঝড় উঠেছে। স্ট্যাটাসটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। একাধিক ব্যক্তি নিজেদের আইডি থেকে তা শেয়ারও করেন। স্কিনশট দিয়ে বিভিন্ন গ্রুপেও পোস্ট করেন অনেকে।

তবে এর কিছুক্ষণ পর পোস্টটি আর মির্জার আইডিতে দেখা যায়নি। এর পর থেকে আবদুল কাদের মির্জার নামে ফেসবুকে কোনো আইডি সার্চ করে পাওয়া যাচ্ছে না।

এর আগে ওই পোস্টে লেখা হয়- শুক্রবার জুমা নামাজের সময় বায়তুল মোকাররম মসজিদ বোমা মেরে উড়িয়ে দিলে দেশে দুর্নীতিবাজের সংখ্যা কমে যাবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ