কুড়িগ্রাম প্রতিনিধিঃ জামাইকে দাওয়াত দিয়ে শশুর বাড়িতে ডেকে এনে শশুর ও তার লোকজনের অমানুষিক শারীরিক নির্যাতনের ঘটনায় হাসপাতালে মৃত্যু হয় জামাইর।লোমহর্ষক এ ঘটনাটি ঘটেছে,কুড়িগ্রামের উলিপুর পৌরসভার আব্দুল হাকিম গ্রামে।
জানা গেছে গত ৬ মার্চ স্ত্রী হাবীবা ও তার ভাই জাহিদ জামাই সুজন মিয়া (২৩)কে ফোনে দাওয়াত দিলে সে শশুর আব্দুল হামিদের বাড়িতে আসে।এমতবস্হায় শশুর বাড়ির লোকজন তাকে দাওয়াত খাওয়ানোর পরিবর্তে সুজনকে অমানুষিক নির্যাতন করে।
এতে সুজন গুরুতর অসুস্থ হলে পরের দিন ৭ মার্চ শশুর বাড়ীর লোকজন সুজনের বাড়িতে খবর দিলে তার বাবা উপজেলার তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমানকে সাথে নিয়ে আব্দুল হামিদের বাড়িতে এসে সুজনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে ৯৯৯ ফোন করে পুলিশের সহযোগিতায় উদ্ধার তাকে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।
সুজনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে গত ১৫ মার্চ সে মারা যায়।সে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াজী পাড়া গ্রামে ফয়জার রহমানের ছেলে।এ ঘটনায় ওই ইউনিয়নের মানুষজন আজ সকাল সাড়ে ১১টার সময় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার মসজিদুল হুদা মোড়ে মানববন্ধন করেন।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার শেখ আশরাফুজ্জান জানান,ঘটনার পর পরেই আবু হাসান মাহমুদ নাম একজনকে গ্রেফতার করা হয়েছে,বাকী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।