বশিরআলম,(টঙ্গী গাজীপুর প্রতিনিধি) যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ বিকালে শিক্ষা প্রতিষ্ঠানে পালন করেছে
গাজীপুর মহানগরের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ।
অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা, তাঁর জীবন ও
কর্মের উপর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাসির
উদ্দিন মোল্লা, গাজীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক ও গভর্নিং বডির সদস্য মো. মনসুরুল ইসলাম মিলন, অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, গভনিং বডির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক,
অমল কান্তি বড়ুয়া, স্মৃতি রাণী হাওলাদার, শিক্ষক শেখ মোহাম্মদ জহির, শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, মৎসজীবীলীগ নেতা আসাদুল কবীর, টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ
ইকবালসহ শিক্ষক শিক্ষিকা ও ছাত্রীবৃন্দ।মনসুরুল ইসলাম মিলন বঙ্গবন্ধুর ছাত্র জীবনে তার শিক্ষকের ভুমিকা আদর্শিক জীবনী তুলে ধরে বলেন, যেহেতু এই দিবসটিকে জাতীয় শিশুদিবস
হিসাবেও ঘোষণা করা হয়েছে, তাই শিশুদের প্রতি সকল প্রকার নির্যাতন ও সহিংসতা বন্ধ করে শিশুদের জন্য আমাদের বিবেককে সদাজাগ্রত রাখতে হবে। বাবা মায়ের পর শিক্ষকের স্থান,
শিক্ষায় শুধু এ প্লাস নয়, আচরণে নীতি নৈতিকতায় তাদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলুন।
বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শৈশব, কৈশর, শিক্ষাজীবন এবং আমাদের স্বাধীনতা সংগ্রামে তার আপোষহীন নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।