শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
spot_img
Homeসারাদেশঢাকাগাজীপুরের প্রধান সমস্যা ধুলাবালি ময়লা আবর্জনা স্বতন্ত্র প্রার্থী - রনি

গাজীপুরের প্রধান সমস্যা ধুলাবালি ময়লা আবর্জনা স্বতন্ত্র প্রার্থী – রনি

বশির আলম, আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে সাধারণ মানুষের মাঝে নানা জল্পনা কল্পনা। সকলের একটাই চাওয়া শিক্ষিত-মার্জিত তরুণ নেতৃত্ব এলেই যারা সমাজকে কলুষিত করছে, তারা ধীরে ধীরে পেছনে চলে যাবে গড়ে উঠবে একটি আধুনিক ও স্মার্ট নগরী। এক্ষেত্রে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে হাতী প্রতীক প্রাপ্ত স্বতন্ত্র

মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি (রনি সরকার) বলেছেন ভিন্ন ভাবে। তিনি বলেছেন নির্বাচিত না হলেও আজীবন গাজীপুরবাসীর পাশে থাকবো, ইনশাআল্লাহ। তিনি প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে মহানগরের হায়দারাবাদ, মাজুখান, হারবাইদ, বিন্দান ও পূবাইল থানা এলাকায় গণসংযোগ করেন । আসন্ন নির্বাচন ঘিরে রনি সরকার বলেন, গাজীপুর সিটি

করপোরেশনের মূল সমস্যা হচ্ছে ধুলাবালি ও ময়লা আবর্জনা। আমার প্রথম উদ্যোগই থাকবে মানুষ যেন নিঃশ্বাস নিতে পারে সেই অবস্থাটা ফিরিয়ে আনা। আমি ৪-৫ বছর সুইডেন, ডেনমার্কের মতো দেশে ছিলাম। আমি দেখেছি, তারা তাদের দেশটাকে কীভাবে সুন্দর ও পরিষ্কার-পরিছন্ন করে রাখে। এর জন্য আমাদের সিটির ৪০ লাখ মানুষকে সচেতন

করতে হবে। আমি গাজীপুর সিটিকে আধুনিক নগরে রুপান্তরের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করবো। আমি নির্বাচিত হলে জনগণের সেবা করবো এমনটা আমি কখনোও চিন্তা করিনি। আমি সব সময় সাধারণ মানুষের পাশে আছি আর আজীবন থাকবো। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল অনুযায়ী প্রচার-প্রচারণার

১১তম দিন শেষ। প্রার্থীদের হাতে প্রচারণার সময় আছে আর মাত্র ৪ দিন। বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ভোটারদের ব্যাপক সারা পাচ্ছেন বলে জানান সরকার শাহনুর ইসলাম রনি। রনি আশাবাদী আসন্ন নির্বাচনে হাতী প্রতীক কে জয়্যুক্ত করে নগরবাসী সেবা করার সুযোগ করে দিবে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ