হেফাজতে ইসলামের ঢাকা মহানগরের সহ-সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মঙ্গলবার (২০ এপিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাসাবো এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য, মাওলানা কোরবান আলী কাসেমীসহ এ নিয়ে হেফাজতে ইসলামের শীর্ষ পর্যায়ের ১০ নেতা গ্রেফতার হলেন। এর আগে গত রোববার (১৮ এপ্রিল) হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেফতার করে পুলিশের তেজগাঁও বিভাগ।
এর বাইরে বিভিন্ন জেলা-উপজেলা থেকেও শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
মোদিবিরোধী আন্দোলন করতে গিয়ে রাজধানী ঢাকাসহ সারা দেশে তাণ্ডব চালানোর অভিযোগে হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।