মোঃ জাহাঙ্গীর আলম, নোয়াখালীর সেনবাগে লাইসেন্স বিহীন ভাবে হাসপাতাল পরিচালনার অপরাধে ডাক্তার মাহবুবুর রহমান মা ও শিশু হাসপাতাল নামের একটি প্রাইভেট হাসপাতাল সিলগালা ও দক্ষ টেকনিশিয়ান,নার্স না থাকায়
এবং অতিরিক্ত ফি আদায়ের অপরাধে সেনবাগ সেন্ট্রাল হাসপাতাল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে, সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাজমিন আলম তুলি। এসময়
হাসপাতাটির বৈধ কাগজপত্র লাইসেন্স, দক্ষ টেকনিশিয়ান,ওটি যন্ত্রপাতি না থাকা এবং মেয়াদ উত্তিন্ন ঔষধ রাখার অপরাধে ডাক্তার মাহবুবুর রহমান মা ও শিশুহাসপাতালটি সিলগালা করে দেয় নির্বাহী ম্যাজিস্ট্রেট এরপর সেন্ট্রাল
হাসপাতালে অভিযান চালিয়ে দক্ষ টেকনিশিয়ান না থাকা ও নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে হাসপাতাল মালিকের ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।
অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগীতা করেন,সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগ নিয়ন্ত্রন কর্মকর্তা (এমওডিসি) ডা: কামাল হোসেন ও সেনবাগ থানা পুলিশের একটি দল। মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজমিন আলম তুলি।