মঙ্গলবার, ডিসেম্বর ৩, ২০২৪
spot_img
Homeসারাদেশরংপুরকুড়িগ্রামে পুলিশের উদ্যোগে ১৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

কুড়িগ্রামে পুলিশের উদ্যোগে ১৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ১৪৮ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার(১৭ ডিসেম্বর) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে জেলা পুলিশের আয়োজনে

মহান মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধকারী কুড়িগ্রাম জেলায় অবস্থানরত অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে

আরো উপস্থিত ছিলেন- সাবেক জেলা ইউনিট কমান্ড বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম টুকু, সাবেক সদর উপজেলা কমান্ডার আব্দুল বাতেন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে

পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ

সুপার এ.কে.এম. ওহিদুন্নবী, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম,

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মোঃ আখতারুজ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

অনুষ্ঠানের শুরুতেই পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ অবসরপ্রাপ্ত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলদিয়ে বরণ করে নেন এবং তাদের শীতের উষ্ণতার জন্য উইন্টার

শাল পরিয়ে দেন। পুলিশ সুপার বলেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আমাদের হিরো। কুড়িগ্রাম জেলা পুলিশ সর্বদা বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের পাশে ছিলো এবং থাকবে।

সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু বলেন, আমরা বর্তমানে পুলিশের কাছ থেকে অভাবনীয় সহায়তা পাচ্ছি। উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন বলেন, আমরা কুড়িগ্রামের

পুলিশের প্রতি কৃতজ্ঞ। আরো বক্তব্য রাখেন পুলিশ বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুল খালেক, হোসেন আলী, আব্দুল মজিদ, রোকেয়া বেওয়া সহ অনেকেই।

এ সময় কুড়িগ্রাম জেলায় অবস্থানরত পুলিশ বীর মুক্তিযোদ্ধা, মৃত বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য সহ ১৪৮ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারবর্গ উপস্থিত থেকে পুলিশের অভ্যর্থনা গ্রহণ করেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ