বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
spot_img
Homeজাতীয়নেত্রকোণা জেলা পুলিশের রেঞ্জ ডিআইজি'স গ্র‍্যান্ড মাস্টার প্যারেড" ২০২৪ অনুষ্ঠিত"

নেত্রকোণা জেলা পুলিশের রেঞ্জ ডিআইজি’স গ্র‍্যান্ড মাস্টার প্যারেড” ২০২৪ অনুষ্ঠিত”

শামছুজ্জামান মাসুদ নেত্রকোনা,আজ রবিবার (০১ ডিসেম্বর ২০২৪ খ্রি.) পুলিশ লাইনস্ নেত্রকোণায় প্যারেড গ্রাউন্ডে সকালে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা ও কর্মক্ষেত্রে সুদৃঢ় মনোবল বৃদ্ধির লক্ষ্যে গ্র‍্যান্ড মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ শেষে প্যারেড পরিদর্শন করেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মো: আশরাফুর রহমান। প্যারেড পরিদর্শনে ডিআইজি পুলিশ সদস্যদের প্যারেড দক্ষতা মূল্যায়ন, শারীরিক ফিটনেস এবং টার্ন আউটের উপর ভিত্তি করে চৌকস পুলিশ সদস্যদের পুরস্কৃত করেন।

পরিদর্শন শেষে ডিআইজি তাঁর বক্তব্যে বলেন ,পুলিশের ভাবমর্যাদা ক্ষুণ্ণ হয় বা স্ট্যান্ডার্ড বিনষ্ট হয় এমন আচরণ থেকে সকলকে বিরত রাখতে এবং স্মার্ট ও আইনি পুলিশ হিসেবে গড়ে তুলতে নিয়মিত প্যারেড অনুশীলনের বিকল্প নেই। এছাড়া প্যারেডে শৃঙ্খলা এবং সামগ্রিক বিষয়াদি

নিয়ে সন্তোষ প্রকাশ করে উপস্থিত অফিসার-ফোর্সকে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান করা, স্বাস্থ্য সচেতনতা, পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসাধারণের সাথে উত্তম ব্যবহার, পেশাদারিত্বের সাথে দৈনন্দিন কাজ করার আহ্বান-সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য

প্রদান করেন এবং দৃষ্টি নন্দন প্যারেড প্রদর্শনের জন্য অফিসার- ফোর্সদের ধন্যবাদ জ্ঞাপন করেন। নেত্রকোণা জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম মহোদয়-এর সার্বিক দিকনির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত গ্র‍্যান্ড মাস্টার প্যারেডে কমান্ডার হিসেবে

দায়িত্ব পালন করেন মো:সাহেব আলী পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত)। এছাড়াও উক্ত প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল ইউনিটের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ