সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধনোয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৪ বছর পর গ্রেপ্তার করলো...

নোয়াখালীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ১৪ বছর পর গ্রেপ্তার করলো ১১

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী,নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ধর্মপুরে রুহুল হত্যার মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসমি আব্দুল হক প্রকাশ কাদের (৫৬) কে ১৪বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটরিয়ন (র‍্যাব-১১)। রোববার (২৪ মার্চ) ভোর রাতের দিকে

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার বিটেক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । গ্রেপ্তার আব্দুল হক প্রকাশ কাদের নোয়াখালীর সদর উপজেলার ধর্মপুর গ্রামের মৃত ছেরাজুল হকের ছেলে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের স্কোয়াড কমান্ডর এএসপি মোঃ গোলাম মোশের্দ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আসামি আব্দুল হক প্রকাশ কাদের ও তার পিতা ছেরাজল হক মিলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে রুহুল (৩৫) কে হত্যা করে। পরে এ ঘটনায় কবিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। যার মামলা নং-৫। কবিরহাট থানার তদন্তকারী কর্মকর্তা সাক্ষ্যপ্রমাণ ও ঘটনার পারিপার্শ্বিকতায়

আসামিদের অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে তাদের বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করে। এরপর আদালত দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে ৩০২/৩৪ ধারায় দোষী সাব্যস্ত করে আসামি আব্দুল হক প্রকাশ কাদেরকে যাবজ্জীবন কারাদ- প্রদান করে।এরপর থেকে সে চট্টগ্রামে চদ্মবেশে

আত্মগোপন করে থাকে। রোববার তথ্যপ্রযুক্তির সহয়তায় তাকে দীর্ঘ ১৪ বছর পর গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কবিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ