মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, নোয়াখালী প্রতিনিধি: সেনবাগে কলেজ ছাত্র মাহিরুল ইসলাম শাওন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।
শনিবার বিকাল ৫ টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত আধাঘন্টা ব্যাপী উপজেলার ফেনী নোয়াখালী ফোরলেন মহাসড়কের সেবারহাট বাজারের নুর প্রাইভেট হাসপাতালের সামনে ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সভাপতি নুরুল হুদা, নিহতে বড় ভাই মাজহারুল ইসলাম রিমন, নিহতের মামা নাসির উদ্দিন, দাগনভূঁইয়ার রামনগর ইউনিয়ন যুবলীগ সভাপতি
সুলতান আব্দুল্লাহ মিরাজ, দাগনভূঞা সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক ওমর, স্থানীয় ওয়ার্ড মেম্বার নজরুল ইসলাম চৌধুরী,সাবেক মেম্বার মাসুদ।
উল্লেখ্য গত ১৭ই এপ্রিল রাত সোয়া ৮টার সময় সেবারহাট বাজারে বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একদল কিশোর গ্যাং সদস্য এলোপাথাড়ী ছুরিকঘাত করে দাগনভূঁইয়া ইকবাল মেমোরিয়াল কলেজের ছাত্র
সেনবাগ উপজেলার ৭ নং মোহাম্মদপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর রাজারামপুর গ্রামের জমাদার বাড়ির সৌদি প্রবাসী জসিম উদ্দিন প্রকাশ কচি মিয়ার ছেলে শাওনকে চুরিকাঘাতে নির্মমভাবে হত্যা করে।
এ ঘটনা নিহতের মা আঞ্জুমান আরা প্রকাশ রুমা ১০ জনের নাম উল্লেখ্য সহ আরো অনেকের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং১৩ তারিখ ১৮/৪/২৪ইং।।
এঘটনার ৪ দিন পর ৩জনকে পুলিশ ও র্যাব গ্রেফতার করলেও মামলার প্রধান উপযুক্ত সহ অন্যরা এখনো পলাতক রয়েছে। তাদের গ্রেফতারে ৪৮ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয় মানববন্ধন থেকে ।অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়।
যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, তিন আসামি গ্রেফতার করা হয়েছে। অন্যদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।ফলোআপ: