বশির আলম, বিগত বছরগুলোতে টঙ্গী পশুর হাটে বিভিন্ন অনিয়মের কারণে কিছুটা বিঘ্ন ঘটলেও এ বছর ভিন্ন আঙ্গিকে পুরোপুরি প্রস্তুত গাজীপুর সিটি কর্পোরেশনের সর্ববৃহ এই হাঁটটি, রাজধানী ঢাকার উত্তর অঞ্চল থেকে
প্রবেশদ্বারের এই পথ হওয়ার কারণে, এই বাজারে ক্রেতা বিক্রেতা থাকেন সরগরম, এ বছর আবহাওয়া পরিস্থিতি তুলনামূলক ভালো থাকায় টঙ্গীর কোরবানির পশুর হাট নিয়ে প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ঈদের বাকি রয়েছে মাত্র
৯ দিন। হাটে শুক্রবার থেকেই গরু ছাগল উঠতে শুরু করেছে। এরমধ্যে হাটের প্রবেশদ্বারগুলোতে সাজানো হচ্ছে সুবিশাল গেট। বৃষ্টির কারণে যেন ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তিতে না পড়তে হয় তাই অনেক জায়গায়
ত্রিপল টাঙানো হয়েছে। এই হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে আগত বিক্রেতাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে। সেই সঙ্গে তাদের যেন থাকা-খাওয়ার কোনো সমস্যা না হয়, এ জন্য যথাযথ পদক্ষেপও নেওয়া হচ্ছে। আর সার্বিক নিরাপত্তার জন্য কাজ করবে একাধিক টিম।
ইজারাদার আব্দুস সাত্তার মোল্লা , শনিবার সকালে প্রায় পাঁচ শতাধিক ভলান্টিয়ার নিয়ে পশুর হাটের সার্বিক নিরাপত্তায় কাজ করার জন্য আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,এ সময় তিনি বলেন , আমাদের হাটের প্রস্তুতি
কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের বিভিন্ন জায়গা থেকে গরু নিয়ে আসার জন্য অনেকেই ফোন দিচ্ছেন ইতিমধ্যে হাটে প্রায় দুই শতাধিক গরু উঠেছে । আমাদের এই হাটে প্রায় বিশ হাজার গরু একসঙ্গে রাখা যাবে।
আমাদের এখানে যারা গরুর ব্যবসায়ী আসেন তাদের জন্য থাকা-খাওয়া নিরাপত্তা সকল ব্যবস্থা রয়েছে, কোনো কিছুর ঘাটতি হবে না। এছাড়া জাল নোট চেক করার ব্যবস্থা রয়েছে। ব্যবসায়ী বা পার্টি যারা রয়েছে তাদের টাকা পয়সা প্রয়োজন হলে সেটার ব্যবস্থা রয়েছে।
আমাদের এই হাটে ব্যবসায়ীদের কঠোর নিরাপত্তা দেওয়া হবে। তাদের থাকার হোটেলগুলোতেও দেওয়া হবে নিরাপত্তা। পশুর হাট ঘিরে থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি।
টঙ্গী পূর্ব থানার ওসি মোস্তাফিজুর রহমান দৈনিক খবরপত্রকে জানান টঙ্গীর পশুর হাটে সার্বিক নিরাপত্তায় আমাদের প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। এছাড়াও জাল টাকা দিয়ে যাতে কোন ধরনের প্রতারণার শিকার না
হন, সে ক্ষেত্রে আমাদের ব্যাপক নজরদারি রয়েছে, কেউ কোন ধরনের পাইকারদের হয়রানি করলে সঙ্গে সঙ্গে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবারের টঙ্গীর পশুর হাট ঘিরে গাজীপুর সিটি করপোরেশনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি থাকবে।