মোঃ জাহাঙ্গীর আলম নোয়াখালী প্রতিনিধি, গ্যাস সিল্ডারের নির্ধারিত দামের চেয়ে দ্বিগুন দামে বিক্রি করার ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া বাজারে শুক্রবার বিকালে ছাতারপাইয়া পশ্চিম পাড়া
ও সোনাকান্দি পূর্ব পাড়া গ্রামবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ব্যবসা প্রতিষ্ঠান,হাসপাতালে হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের
মধ্যে মোঃ ইমন ও আরজু নামের দুইজনকে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত বাকীদের বিভিন্ন প্রাইভেট হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ
ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর রহমান শুক্রবার রাতে জনকন্ঠকে জানান,ছাতারপাইয়া বাজারের সফিকের ল্ধাসঢ়;কড়ি দোকানে অতিরিক্ত
দামে গ্যাস সিল্ডার বিক্রির ঘটনা নিয়ে প্রথমে শুক্রবার দুপুরে কয়েকজন ছাত্রের সাথে কথাকাটি হয়। যার জের ধরে বিকালে ছাতারপাইয়া পশ্চিম পাড়া ও সোনাকান্দি গ্রামের বাসিন্ধাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, হামলা,
ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ সময় ছাতারপাইয়া ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের দোকা সহ দুইটি দোকানে অগ্নিসংযোগ ও সাফিয়া সোবাহান নামের একটি প্রাইভেট হাসপাতাল সহ অন্তত
বিশটি দোকানে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অবস্থান করা সেনবাগ থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মোঃ হেলাল উদ্দিন রাতে বলেন, খবর পাওয়ার সাথে সাথে সেনবাগ থানা পুলিশ ও
সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থদের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তীতের আইনগত ব্যবস্থা নেওয়া হবে।