শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধদুর্গাপুরে মজিম মিয়ার জমি দখল করে ভূমিদস্যুদের ঘর নির্মাণ

দুর্গাপুরে মজিম মিয়ার জমি দখল করে ভূমিদস্যুদের ঘর নির্মাণ

রতন মিয়া নেত্রকোনা প্রতিনিধি: জেলার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার কাগরগরা ইউনিয়নের ভায়রা উড়া  গ্রামে মোঃ মজিম মিয়ার ক্রয়কৃত জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই গ্রামের ভূমিদস্যু হারেছ উদ্দিন,সবুজ মিয়া,বোরহান উদ্দিন সহ কয়েকজনের বিরুদ্ধে।

দখলকারীদের অত্যাচারে মজিম মিয়া বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বসবাস করছেন বলে ও জানান। অভিযোগে জানা যায়, উল্লেখিত জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

গত ১৯ আগস্ট অভিযুক্ত ব্যক্তিগণ জমির বিভিন্ন গাছ কেটে ফেলে ।পরবর্তী সময়ে ২৫ আগস্ট ঘর নির্মাণ করে জবরদখল করে নেয়। ৯ সেপ্টেম্বর তারিখে দখলকারীদের বিরুদ্ধে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে

লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী মোঃ মজিম মিয়া। অভিযুক্ত আসামি সবুজ মিয়া জানান,সে যে জমি দখল করেছে,তার আর এস,সিএস ও আর ওআর কাগজ আছে। অভিযোগকারী মিথ্যা অভিযোগ করেছে।

আবেদনকারী মোঃ মজিম মিয়া বলেন , জমিটি আমার দীর্ঘদিন আগের কেনা জমি। জমির কেনার দলিল ও আছে। ওরা জমির গাছ কেটে ফেলেছে ও ঘর নির্মাণ করে জবরদখল করে। আসামিগণ দা, লাঠি নিয়ে আমাকে

হুমকি প্রদান করে।কারো কাছে নালিশ করলে আমার পরিবারের সদস্যদের খুন করে ফেলবে।আর এজন্য আমি লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি বাড়িঘর ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বসবাস করছি।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ