শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
spot_img
Homeআন্তর্জাতিকবিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ লাখ ৩৩ হাজার মানুষ

বিশ্বে করোনায় প্রাণ হারিয়েছেন ৩১ লাখ ৩৩ হাজার মানুষ

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজারেরও বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৪৪ হাজার জন।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ‌্য মতে, মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ৮৪ লাখ ৭৮ হাজার ৯৩৭ জন। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩১ লাখ ৩৩ হাজার ৬২৯ জন।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৪৫ জন করোনায় আক্রান্ত এবং ৫ লাখ ৮৬ হাজার ৬১১ জন মারা গেছেন। করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৭৩৫ জন এবং মারা গেছেন ১ লাখ ৯৭ হাজার ৮৮০ জন। ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী ১ কোটি ৪৩ লাখ ৭০ হাজার ৫৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯২ হাজার ২০৪ জনের।

এছাড়া, এখন পর্যন্ত ফ্রান্সে ৫৫ লাখ ৩ হাজার ৯৯৬ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১ লাখ ৩ হাজার ২৫৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৭ লাখ ৭১ হাজার ৩৭২ জন, মারা গেছেন ১ লাখ ৮ হাজার ৫৮৮ জন। যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৬ হাজার ৯৪৬ জন, মারা গেছেন ১ লাখ ২৭ হাজার ৪৩৪ জন। ইতালিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ লাখ ৭১ হাজার ১১৪ জন, মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ৫৩৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ