রতন মিয়া,নেত্রকোণাঃ নেত্রকোণায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ অবকাঠামো উন্নয়ন (NDRIIP) প্রকল্প বাস্তবায়নে নিয়ম নীতির তোয়াক্কা না
করে ড্রেজার দিয়ে চলছে অবৈধভাবে মাটি উত্তোলন। সড়ক পাকা করণের কাজে বালির পরিবর্তে দেয়া হচ্ছে এই মাটি। প্রকল্পের আশপাশের নদী ও নদীর পাড় থেকে অবৈধভাবে এই
মাটি তোলা হচ্ছে। ফসলী জমিও রেহাই পাচ্ছে না এই কর্মকান্ডে। এতে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি ঘটছে পরিবেশের বিপর্যয়। বিষয়টি দেখার যেন কেউ নেই। সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও বন্ধ করা যাচ্ছে না এই অবৈধ কার্যক্রম।
নেত্রকোণা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন কর্মসূচীর আওতায় (NDRIIP) নেত্রকোণা সদর বারহাট্টা, আটপাড়া, কেন্দুয়া, মদন, মোহনগঞ্জসহ সকল উপজেলায় ১৫ শত কোটি টাকার উন্নয়ন
প্রকল্পের ১৮০টি প্রকল্প বাস্তবায়ন করছে এলজিইডি। প্রকল্পের আওতাভূক্ত বিভিন্ন সড়কে ড্রেজার দিয়ে বালির পরিবর্তে ভরাট করা হচ্ছে শুধুই মাটি। এই মাটি অবৈধভাবে নদী, পুকুর, জলাশয় ও ফসলী জমি থেকে উত্তোলন করা হচ্ছে।
এতে নদীর গতিপথ পরিবর্তনের পাশাপাশি নষ্ট করা হচ্ছে অনেক কৃষকের ফসলী জমি। আর ঘটছে পরিবেশের বিপর্যয়ের মতো ঘটনা। সেই সাথে মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজারের বিকট শব্দে অতিষ্ট প্রকল্প এলাকার মানুষ। বাধ্যগ্রন্থ হচ্ছে ছোট ছোট শিশুদের পড়া-লিখা।
প্রকৃত কন্ট্রাক্টরের পরিবর্তে প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে অন্যরা। স্থানীয়ভাবে তাদের সাব-কন্ট্রাক্টর বলা হয়। দাপ্তরিক বৈধতা না থাকলেও সাব-কন্ট্রাক্টরগণ প্রকৃত সাব-কন্ট্রাক্টদের নিকট থেকে কাজ কিনে নিয়ে দায়সারাভাবে বাস্তবায়ন করছে। এতে কোন বাধা বা নজরদারি নেই এলজিইডির কর্মকর্তাদের।
সাব-কন্ট্রাক্টগণ বলছেন দূর্গাপুরের সোমেশ্বরী নদীর বালি ইজারা বন্দোবস্ত বন্ধ রয়েছে। এ কারণে কোন কোন প্রকল্পে কিছুটা অনিয়ম হতে পারে। বারহাট্টায় প্রকল্পের সেমিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় হতে ঘাইকুাড়িবর সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়কে বালির বদলে
মাটি, অত্যন্ত নিম্ন ইটের কুয়া দেয়া অনিয়মের কারনে উপজেলা প্রকৌশল অধিদপ্তর কাজ বন্ধের নির্দেশ দেন। তারপরও ঠিকাদারের কাছ থেকে প্রকল্পের কাজ কিনে নেয়া সাব-কন্ট্রাক্টরগণের লোকজন, যেমন- কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের কাকুরিয়া মাছিম
গ্রামের সাবেক ইউঃপি সদস্য হাফিজ উদ্দীন, বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চল্লিশকাহুনিয়া গ্রামের মরহুম মীর হোসেন মাষ্টারের ছেলে অসীম, তিলসিন্ধুর গ্রামের ফজর আলীর ছেলে মাহাবুব, এবং আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কান্দাপাড়া থেকে
নেত্রকোণা সদরের নসিবপুর পর্যন্ত সড়কে জুয়েল প্রমুখ মঙগলসিদ্ব সড়কে বালির পরিবর্তে মাটি ভরাটের কাজ করছে।