বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪
spot_img
Homeআইন-অপরাধশেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা!

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সেনা সদস্যকে কুপিয়ে হত্যা!

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর,শেরপুর জেলার সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের চরশেরপুর নিজপাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ওয়াসিম (২৬) নামে এক সেনা

সদস্যকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে প্রতিপক্ষরা।সোমবার (২ডিসেম্বর) সকাল ১০ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত সেনা সদস্য ওয়াসিম একই গ্রামের আবুল হাসেমের পুত্র।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে,সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের আবুল হাসেমের ছেলে সেনা সদস্য ওয়াসিমদের সাথে তার আপন জেঠা আঃ সালাম গংদের

দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। অপরদিকে গত কয়েকদিন পূর্বে সেনা সদস্য ওয়াসিম তার কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে আসে। সোমবার সকালে ওয়াসিম তাদের

খেতে ধান কেটে বাড়ি যাবার সময় জেঠা আঃ সালাম ও জ্যাঠাতো ভাই রঞ্জু ধারালো দা দিয়ে ওয়াসিমের গলা ও গাড়ে কোপ দেয়। পরে আহত ওয়াসিমকে আত্মীয় স্বজনরা ঘটনাস্থল থেকে

দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।খবর পেয়ে শেরপুর সেনা ক্যাম্পের মেজর তাওসিফ অন্যান্য সেনা সদস্যদের

নিয়ে শেরপুর জেলা সদর হাসপাতালে এবং পরে নিহত সেনা সদস্য ওয়াসিমের গ্রামের বাড়িতে যান।এ ব্যাপারে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তারেক সঙ্গীয় ফোর্সসহ জেলা সদর

হাসপাতাল মর্গে নিহত ওয়াসিমের মৃতদেহ সূরতহাল রিপোর্ট সংগ্রহ করে।এই ঘটনায় শেরপুর সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ