সুনামগঞ্জে ট্রলির নিচে পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। মৃত শ্রমিকের নাম- মানিক মিয়া (৪২)। সে জেলার ধর্মপাশা উপজেলার চামারদানী ইউনিয়নের জলুসা গ্রামের বাসিন্দা। আজ বুধবার (২৮ এপ্রিল) দুপুরে মৃত শ্রমিকের লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার (২৭ এপ্রিল) রাত ১১টায়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- জেলা ধর্মপাশা উপজেলার চামরদানী ইউনিয়নের রামদিঘা উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ চলছে। সেই ভবনের নির্মাণ সামগ্রী ট্রলি বোঝাই করে নিয়ে যাওয়ার সময় পিপড়াকান্দা নামকস্থানে গিয়ে উল্টে যায়। এসময় ট্রলিতে থাকা শ্রমিক মানিক মিয়া ওই ট্রলির নিয়ে ছিটকে পড়ে। যার ফলে ঘটনাস্থলেই ওই শ্রমিকের মৃত্যু হয়। এঘটনার খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে শ্রমিক মানিক মিয়ার লাশ উদ্ধার করে মধ্যনগর থানায় নিয়ে যায়।
মধ্যনগর থানার ওসি নির্মল দেব এঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রলির নিচে পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।