বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
spot_img
Homeআইন-অপরাধটঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টঙ্গীতে প্রধান শিক্ষকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বশিরআলম, গাজীপুর টঙ্গীতে হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও টঙ্গী পশ্চিম থানা প্রাইভেট স্কুল এসোসিয়েশন এর সহ সাধারণ সম্পাদক মোঃ লুৎফর রহমান লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দের উপর আওয়ামী দোসরদের পৈশাচিক হামলার প্রতিবাদে মানববন্ধন করা হয়।

রবিবার (১৯ জানুয়ারী) সকাল ১১ টায় গাজীপুর মহানগর টঙ্গী পশ্চিম থানাধীন তিলারগাতী এলাকায় ৫২নং ওয়ার্ড প্রাইভেট স্কুল এসোসিয়েশনের পক্ষ থেকে হাজী এম এ গণি উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সম্মুখে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকার ব্যক্তিবর্গদের নিয়ে মানববন্ধন করেন।

উক্ত মানববন্ধনে ৫২নং ওয়ার্ড প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো: সাইদুল ইসলাম জনির সভাপতিত্বে ওয়ার্ডের সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন। সাইদুল ইসলাম জনি তার বক্তব্যে বলেন, হামলাকারীরা আওয়ামী দোসর, মাদককারবারি ও সন্ত্রাসী প্রকৃতির লোক, মাদক কারবারে বাঁধা দেওয়ায়

গত ১৬ জানুয়ারি দুপুরে সঙ্ঘবদ্ধ হয়ে পূর্ব পরিকল্পিত ভাবে হাজী এম এ গনি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক ও টঙ্গী পশ্চিম থানা প্রাইভেট স্কুল এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক জনাব লুৎফর রহমান লিটনকে গুরুতরভাবে আহত করে। হামলাকারীদের প্রতিহত করতে গেলে গাজীপুর মহানগর ছাত্রদলের সাবেক সহ

সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ আকাশ ও ৫২নং ওয়ার্ড যুবদল নেতা মনির হোসেন, নাজিম উদ্দীন, আবুল হোসেন এর উপর দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি আঘাত করে পালিয়ে যায়। আমরা নৃশংস ও পৈশাচিক হামলার বিচার চাই।

মানববন্ধনে বক্তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অনতিবিলম্বে এ দাবি না মানলে টঙ্গীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলনের ঘোষনা দেন।

এই মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের অর্থ সম্পাদক আব্দুর রহমান, সদস্য হাজী জয়নাল আবেদীন, সেলিম আহমেদ, আব্দুল মোতালিব, ওমর ফারুক, রিয়াজউদ্দিন, মাসুদ, আলম, মোক্তার হোসেন, বাবু, আশিক, হৃদয় সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। টঙ্গী গাজীপুর থেকে বশির আলম

spot_img
এই বিভাগের অনান্য সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

জনপ্রিয় সংবাদ