নোয়াখালীতে গক ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪২জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ২৮দশমিক ৯৭ভাগ অপরদিকে নোয়াখালীর ১২০শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড হাসপাতালে গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গে ২জনের মৃত্যু হয়েছে।
শনিবার (২৪ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন, জেলা কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ।
কোভিড ডেডিকেটেড হাসপাতালের ইনচার্জ ডা. নিরুপম দাশ বলেন, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত কোভিড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও ২জন রোগীর মৃত্যু হয়ছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯জন রোগী, আর সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন ৪জন। হাসপাতালে ৩১জন পুরুষ ও ৪৩জন নারীসহ ৭৪জন বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।
যার মধ্যে ১৪জন নারী ও ১১জন পুরুষের অবস্থা সংকটাপন্ন তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় জেলার তিনটি পিসিআর ল্যাবে সর্বশেষ ১৪৫টি নমুনা পরীক্ষা করে ৪২জনের
শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সদরে ১, সুবর্ণচরে ৪, বেগমগঞ্জে ১৬, চাটখিলে ৬, সেনবাগে ১ ও কবিরহাট উপজেলায় ১৪জন রোগী রয়েছেন। জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ১৪হাজার ৩৫৬জন। যার মধ্যে সুস্থ্য হয়েছেন ৮হাজার ৬৩৭জন রোগী। আইসোলেশনে রয়েছেন ৫হাজার ৫৪৩জন রোগী।
#