সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধুর নাম- সাবিনা বেগম (২৫)। তিনি উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের আলী হোসেনের স্ত্রী।
আজ শনিবার (২৪ জুলাই) দুপুরে ঘটনাস্থল থেকে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- আজ শনিবার সকাল অনুমান ৯টায় জেলার জগন্নাথপুর উপজেলার পীরেরগাঁও গ্রামের আলী হোসেনের বসতবাড়ির রান্নাঘরের ধরনার মাঝে গলায় রশি পেচাঁনো অবস্থায় তারই স্ত্রী গৃহবধু সাবিনা বেগমকে ঝুলে থাকতে দেখতে পায় প্রতিবেশীরা।
পরে থানায় খবর দিলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধুর লাশ উদ্ধার করে। তবে দীর্ঘদিন যাবত স্বামী-স্ত্রীর মাঝে পারিবারিক কলহ চলছিল।
একারণে গৃহবধু সাবিনা বেগম নিজে গলায় ধশি দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তা জানা যায়নি। ওই গৃহবধুর ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
মাকে হারিয়ে সে বাকরুদ্ধ হয়ে পড়েছে। গৃহবধু সাবিনা বেগমের রহস্যজনক এই মৃত্যুতে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন- ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর গৃহবধু সাবিনা বেগমের মৃত্যুর আসল কারণ জানা যাবে। এব্যাপারে তদন্ত চলছে।