টঙ্গীর এরশাদনগর ৭নং ব্লক বাসিন্দা রত্মা বেগম একই ব্লকের বাড়ির মালিক জামালের কাছ থেকে দুই রুম বন্ধক বাবদ ১ লক্ষ টাকা চুক্তিতে ভাড়া নেন।
উক্ত টাকা পয়সা নিয়ে বিরোধ দেখা দিলে রত্মা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় থানা পুলিশের সহযোগিতায় স্থানীয় ইউনিট আওয়ামীলীগ কার্যালয়ে আপোশ মিমাংশা করা হয় গত ২৫ জুলাই রাতে।
উভয় পক্ষ আপোশ শর্ত মোতাবেক রত্মা আক্তার জামালের নিকট ভাড়া বাবদ পাওনা ১০ হাজার টাকা জামালের নিকট চাইতে গত ২৬ জুলাই জামালের বাসায় গেলে পূর্ব পরিকল্পিতভাবে রত্মার উপর হামলা করে।
এতে করে রত্মা ডাকচিৎকারে তার আত্মীয় স্বজনরা এগিয়ে আসলে তাদের উপর দেশীয় অস্ত্রধারা এলোপাথারী মারপিট করে গুরুতর আহত করে।
পরে স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় বিবাদী জামাল, পিতা-নবী হোসেন, হিরা, পিতা-জামাল, বিল্লাল, পিতা-আলম, ফুলবানু,
স্বামী জামালদ্বয়ের বিরুদ্ধে সাবিনা বেগম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাস্থল টঙ্গী পূর্ব থানা পুলিশ পরিদর্শন করেন। এ ঘটনায় আহতরা হলেন-ইয়াছিন মিয়া, সাবিনা আক্তার, হোসনেয়ারা বেগম, সোহেল ও রত্মা বেগম।
এলাকাবাসী জানান, জামাল দীর্ঘদিন যাবত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। ইতিপূর্বে মাদক মামলায় আটক হয়েছে। এ ঘটনায় ন্যায় বিচার দাবী করছি।
ঘটনার বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি জাবেদ মাসুদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।